শ্রীনগরে দ্বিতীয় ধাপে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়

  মোঃ নাজমুল খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মঙ্গলবার | এপ্রিল ১২, ২০২২ | ০২:২৩ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাণিজ্য মন্ত্রণালয় ট্রাকসেল কার্যক্রমের আওতায় মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় হয়েছে। মঙ্গলবার সকালে কুকুটিয়া ইউনিয়নের মোট ৪৪৭ জন কার্ডধারী ৫৬০ টাকায় ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ট্যাগ অফিসার আব্দুল বাকী, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব পারভেছ দেওয়ান, মেসার্স আলম মুনসুর এন্টারপ্রাইজের কর্ণধার (টিসিবি’র ডিলার) মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম শেখ, তপন শেখ, মহিলা ইউসি সদস্য রেখা আক্তার, জাকিয়া সুলতানা রুজী প্রমুখ।