শ্রীনগরে ডাঃ বি চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত

  রাজীব হোসেন শান্তঃ   রবিবার | অক্টোবর ৬, ২০২৪ | ১২:০০ এএম

সাবেক রাষ্ট্রপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নামাজে জানাজা আজ সকাল ১০ টায় শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য এ রাজনীতিকের জানাজায় বহু মানুষ অংশগ্রহন করেন। তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হন । জানাজার পূর্বে তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়। ডাঃ বি চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ২০০১ সালের শাসনামলে পররাষ্ট্র মন্ত্রি।   জানাজায় অংশগ্রহণকারী অনেকেই তাঁর অতীত স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পরেন। জানাজা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।