শ্রীনগরে পারিজাত বেকারীকে জরিমানা-নয়াদিন

  খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   বুধবার | অক্টোবর ২৩, ২০২৪ | ১২:২৮ এএম

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পারিজাত বেকারীকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তিনদোকান বাজারে অবস্থিত পারিজাত বেকারীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়ন করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিন উদ্দিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে উপজেলাব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।