এফএসিডি-ক্যাব নির্বাচনে নতুন প্রত্যাশা: সাধারণ সম্পাদক পদে মনিরুল হক এগিয়ে

ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভালপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)–এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক (General Secretary) পদে এক নতুন প্রত্যাশার নাম হয়ে উঠছেন মনিরুল হক। অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও তরুণ প্রজন্মের জন্য আধুনিক চিন্তা-চেতনা নিয়ে তিনি এগিয়ে চলেছেন দৃঢ় প্রত্যয়ে।

মনিরুল হক, একজন সফল এডুকেশন কনসালট্যান্ট ও সানজেন এডু লি.-এর সিইও হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আন্তর্জাতিক শিক্ষা ও কনসালটেন্সি সেক্টরে তাঁর অবদান প্রশংসিত। তিনি শুধুমাত্র একজন প্রার্থী নন, বরং পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে থাকা FACD-CAB সদস্যদের মাঝে মনিরুল হকের প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে। তাঁর নির্বাচনী এজেন্ডায় রয়েছে—

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্বচ্ছ ও দায়িত্বশীল সেবা নিশ্চিতকরণ,

সদস্যদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা,

আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করে দেশীয় কনসালটেন্সি ফার্মগুলোর মর্যাদা বৃদ্ধি।

মনিরুল হক বলেন, “আমি বিশ্বাস করি, পরিবর্তনের জন্য নেতৃত্ব দরকার। আমরা যদি একসাথে কাজ করি, তবে FACD-CAB–কে একটি আন্তর্জাতিক মানের সংগঠনে রূপ দিতে পারব।”

FACD-CAB–এর সাধারণ সম্পাদক পদে মনিরুল হকের এই অগ্রযাত্রা শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের শিক্ষা কনসালটেন্সি খাতে নতুন অধ্যায়ের সূচনাও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।