

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। আজ ভোর পাঁচটায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে। মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। নিউইয়র্কে এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হবে। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট এবং পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। নিউইয়র্কে বসবাসরত বাঙালিরা তাকে সংবর্ধনা দিবেন।