

মোটরসাইকেল চুরির সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মাঝে ব্যাপক সংঘর্ষ - সংঘাত হয়। সংঘাতের সেই রেশ পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। শুক্রবার দিবাগত রাত থেকে রাঙামাটি শহরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর সকাল থেকে পুলিশ, সেনা ও বিজিবির ব্যাপক উপস্থিতির কারণে রাঙামাটি শহরে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। আজ সকাল ৬ টা থেকে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ' সিএইচটি ব্লকেড ' নামে সড়ক ও নৌপথ অবরোধ করা হয়েছে। সকাল থেকে গণপরিবহন চলাচলের খবর পাওয়া যায়নি। পণ্যবাহী পরিবহন চলছে স্বাভাবিক ভাবে। কোথাও কোনো অবরোধকারীর উপস্থিতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদার করার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনার সুষ্ঠু সমাধান করতে আজ পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে জেলা সফর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।