

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ - জামান।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারে 'যা-ই ঘটুক না কেন' অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস তিনি দেন।
সোমবার ( ২৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আমি তাঁর ( ড. ইউনুসের) পাশে থাকব। যা- ই ঘটুক তার সরকারকে আমি পূর্ণ সমর্থন করব। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই তাঁর লক্ষ্য। সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার উজ- জামান আরো বলেন, আমরা পাশাপাশি কাজ করব। আমাদের ব্যর্থ হওয়ার কোন কারণ নেই। কল্যাণরাষ্ট্র গঠনে তাঁর বাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। দলীয় কোন প্রভাবে তাঁর বাহিনী কাজ করবে না।পাশাপাশি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান।