

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক গতকাল ২৯ শে মার্চ ভোর ৬ ঘটিকার দিকে প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলে অসুস্থ হয়ে পরেন ।
পরবর্তীতে তাঁকে ঢাকা সিএমএইচ এর ইমার্জেন্সিতে নিয়ে গেলে তাৎক্ষণিক সিটি স্ক্যান করে জানা যায় উনার স্ট্রোক হয়েছে এবং হেমোরেজ হয়েছে। আজ cerebral angiogram। (DSA) করা হবে।
উনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপালের HIGH DEPENDENCY UNIT ( HDU) তে আছেন।আলহামদুলিল্লাহ উনি stable আছেন। উনি স্বাভাবিক কথাবার্তা বলছেন।
জেনারেল ইবরাহিম সারাজীবন দেশের কথা চিন্তা করেছেন। মানুষের জন্য ভেবেছেন। সারাজীবন মানুষের উপকার করেছেন এবং করে যাচ্ছেন । সেনাবাহিনী জীবনে, সিভিল সোসাইটি জীবনে এবং বর্তমানে রাজনৈতিক জীবনে।
উনার পরিবার ও পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আশু সুস্থার জন্য দোয়া চেয়েছেন।
দলের পক্ষ থেকে বলা হয়, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং সমগ্র দেশবাসীর নিকট দোয়া চাচ্ছি যেন মহান আল্লাহ জাতির এই বীর সন্তানকে দ্রুত সুস্থ করে আবার জাতির খেদমত করার তৌফিক দেন এবং তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী, ও শুভানুধ্যায়ীদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে দেন ।