প্রতি বিপ্লবের আশঙ্কা মির্জা ফখরুলের

  নিজস্ব প্রতিবেদক : রাজীব হোসেন শান্ত  মঙ্গলবার | আগস্ট ১৩, ২০২৪ | ০২:০৬ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লব পরবর্তী ষড়যন্ত্র মূলক প্রতি বিপ্লবের আশঙ্কা করছেন। আজ সকালে বিএনপির চেয়ারপার্সনের ছোট পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে ফুলেল শুভেচছা জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কুচক্রী মহল মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে কুচক্রী মহলের বিরুদ্ধে সজাগ থাকতে বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো অন্যায় শাসনের বিরুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ছাত্রজনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সেই ত্যাগ পূর্ণতা লাভ করেছে। তিনি বলেন, পরাজিত শক্তি প্রতি বিপ্লবের জন্য রাজপথে বিশৃঙ্খলা করতে পারে। এ আশঙ্কা থেকে তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে কুচক্রকারীদের মোকাবেলা করতে বলেছেন।