

বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বাংলাদেশের উপর সামরিক অভিযান চালানোর কথা বলেছেন, ব্যাঙ্গালুরু প্রদেশের শিবাজী নগর আসনের জনপ্রতিনিধি রিজওয়ান আরশাদ। চিঠিতে আরশাদ বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হয়ে থাকলে তা নিশ্চিত করে দেশটির উপর সামরিক অভিযান চালাতে হবে। তার এ চিঠির খবর ফাঁস হলে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার এ বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর শুধু হস্তক্ষেপই নয় বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া। বাংলাদেশের
সাবেক ও বর্তমান ছাত্রনেতারা ক্ষোভ প্রকাশ করে কেউ বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এমন হুমকি দেওয়া ঠিক হইতেছে না। কেউ বলেছেন, আমরাও তাদের ভাষায় কথা বলবো। বিশিষ্ট নাগরিকরা বলছেন, আরশাদের এমন ধরনের বক্তব্যে দুই দেশের সম্পর্কের মাঝে টানাপোড়েন সৃষ্টি হবে। সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। এধরনের বক্তব্য থেকে আরশাদকে বিরত থাকতে বলা হয়েছে। আরশাদ প্রায় সময়ই বিব্রতকর মন্তব্য করে নিজ দেশে সমালোচিত হয়।