
ছবি: সংগৃহীতঅন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি মিশন ও কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। সম্প্রতি বাংলাদেশের গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি কূটনীতিকদের অবহিত করেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি সে বিষয় উল্লেখ করা হয়। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। কূটনীতিকরা যেন উদ্বিগ্ন না হয় তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা হবে সে বিষয় নিয়েও আলোচনা হয়। দায়িত্ব নেওয়ার পর আজকেই প্রথম ড. মুহাম্মদ ইউনুস বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করেন। বৈঠকে ৭৬ দেশের মিশন ও কূটনীতিকরা উপস্থিত থাকেন। আরও ৩ দেশের কূটনীতিকরা উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।