ভারত থেকে পানিতে আকস্মিক বন্যায় ডুবছে বাংলাদেশ

  রাজীব হোসেন শান্ত  বৃহস্পতিবার | আগস্ট ২২, ২০২৪ | ০৫:০১ পিএম

হঠাৎ বাংলাদেশে এত পানি কেন? এ প্রশ্ন এখন সবার মনে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পানি প্রবেশ করে মুহূর্তে  বাংলাদেশের ফেনী জেলাসহ কুমিল্লা, নোয়াখালী  তলিয়ে দেয়। বিঘায় বিঘায় ফসলি জমি নষ্ট হয়ে গেছে। অনাহারে অর্ধাহারে মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। গবাদিপশু ও হাঁস, মুরগী ব্যাপকহারে মারা গেছে। মাছের ঘের ভেসে গেছে।পূর্ব প্রস্তুতি জোরালো না থাকার কারণে ফেনীবাসী ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। শিশু বৃদ্ধদের নিয়ে মানুষ বেশি বিপাকে পড়েছে। হবিগঞ্জেও বন্যার অবস্থা অত্যন্ত ভয়াবহ। এসব জেলার বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী কয়েক ঘন্টায় বন্যার পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেসব জেলায় বন্যার পানি প্রবেশ করেনি সেসব জেলার মানুষকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে তাদের সেবার কার্যক্রম শুরু করে দিয়েছে।  বিভিন্নভাবে তারা বানভাসি মানুষদের উদ্ধার করছে।

এটা প্রাকৃতিক বন্যা নয় রাজনৈতিক বন্যা বিভিন্ন মানুষ এখন এমন গুঞ্জনমুখর। ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বছরের পর বছর বঞ্চিত করে রেখেছে বলে মানুষ নানা রকম ক্ষোভ প্রকাশ করছে।