

বুধবার মধ্যরাতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন। তিন সদস্য বিশিষ্ট এই দলটি এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। জুলাই - আগস্ট মাসে বাংলাদেশের গণহত্যার তদন্ত করবেন তারা। ছাত্রজনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সাথে কারা জড়িত তাও শনাক্ত করার জন্য কাজ করবেন তারা। আজ দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে গণ-অভ্যুত্থানের পূর্বাপর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের তদন্তের কাজ কিভাবে সফল করা যায় সে বিষয়েও পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করেছেন তদন্তের কাজকে ত্বরান্বিত করার জন্য। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাপোর্ট দিবেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে। তারা পর্যায়ক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রত্যেক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন।