ছবি: সংগৃহীত

বিকালে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক নেতাদের বৈঠক

  নিজস্ব প্রতিবেদক, রাজীব হোসেন শান্তঃ   শনিবার | আগস্ট ৩১, ২০২৪ | ০১:২২ পিএম

আজ বিকাল ৩ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন। আগামী সংসদ নির্বাচন এবং দেশের সংস্কার নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। কয়েকদিন পূর্বে মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাজনৈতিক দলগুলোর নিকট বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রস্তাব চেয়েছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী আজ নেতারা তাঁর সাথে মত বিনিময় করে রাষ্ট্রের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরবেন। বর্তমানে দেশে ৪৫ টি  নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, রাষ্ট্র সংস্কারে এ দলগুলোর ভাবনা কেমন সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে।