ছবি: সংগৃহীত

লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছে

  নিজস্ব প্রতিবেদক, রাজীব হোসেন শান্তঃ   রবিবার | সেপ্টেম্বর ১, ২০২৪ | ০৬:৩৫ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা কয়েকটি নিথর দেহ একটি ভ্যানে স্তূপাকার রেখে দিয়েছে। জরাজীর্ণ চাদর দিয়ে লাশগুলো ঢেকে রেখেছে। চাদরের উপর একটি নিথর দেহ আলুর বস্তার মতো নিক্ষেপ করতে দেখা গেছে। একটি সূত্র থেকে জানা যায় ঘটনাটি সভারের আশুলিয়া থানার আশপাশ এলাকার। গত ৫ ই আগস্ট ছাত্র - জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলে মানুষ বিজয়োল্লাস করতে রাস্তায় নেমে আসে। ঐদিন সকাল থেকেই ছাত্র - জনতার সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ  হয়। দুপুরের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আশুলিয়া থানার আশপাশের অঞ্চল ছাত্র জনতা ঘিরে ফেলে। পুলিশ বাহিনী ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুলিশের নির্বিচার গুলিতে ছয়জন ছাত্র ঘটনাস্থলে নিহত হয়। সকাল থেকে সংঘর্ষ চলাকালে আরও এগারো জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই লাশগুলো পুলিশ একটি ভ্যানে স্তূপাকারে রেখে  আগুন ধরিয়ে দেয়। কয়েকটি লাশ শনাক্ত করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। বাকি গুলোর পরিচয় পাওয়া যায়নি।