ছবি: সংগৃহীত

আজ সারাদেশে শহীদি মার্চ

  নিজস্ব প্রতিবেদক, রাজীব হোসেন শান্তঃ   বৃহস্পতিবার | সেপ্টেম্বর ৫, ২০২৪ | ১১:৩৬ এএম

আজ ৫ ই সেপ্টেম্বর, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের একমাস পূর্ণ হলো। এ দিনটিকে উদযাপন করার জন্য সারাদেশে শহদী মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। ছাত্রদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজ এই কর্মসূচি পালন করবে বলে জানা যায়। গতকাল কর্মসূচি ঘোষণাকালে বলা হয় এখনও কিছু হায়েনা শকুন দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ওরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। আমরা ওদের কোন ষড়যন্ত্রকে সফল হতে দিব না। শহিদী মার্চ কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের আত্মত্যাগের মর্যাদা ভূলুণ্ঠিত হতে দিব না। আন্দোলনে আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে যারা আশঙ্কাজনক অবস্থায় আছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্যে বিদেশে পাঠানো হবে বলে ঘোষণা আসে। সমন্বয়করা নতুন কোন রাজনৈতিক দল গঠণ করবে কি না জানতে চাইলে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে জনগণকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়।