আড়িয়ল বিল পরির্দশনে সরকারের দুই উপদেষ্টা, বিল সুরক্ষার তাগিদ

  খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  মঙ্গলবার | সেপ্টেম্বর ১০, ২০২৪ | ১২:২৮ এএম

শ্রীনগরে আড়িয়ল বিল পরিদর্শনে এসে অন্তর্বর্তী সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সরকারের শিল্প এবংগৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আড়িয়ল বিলকে রক্ষা করতে হবে। আড়িয়ল শুধুমুন্সীগঞ্জের নয় এটা জাতীয় সম্পদ। সোমবার দুপুরে আড়িয়ল বিল পরিদর্শনের আগে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিংয়েতারা বলেন, আড়িয়ল বিলে যাতে আর একটাও বালুর ড্রেজার যাতে আর আড়িয়ল বিলে না আসে। এই বিষয়ে প্রয়োজনীয়পদক্ষেপ নিতে তারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসনক,পুলিশ সুপারকে নির্দেশনা দেন। দুপুর দেড়টার দিকে আড়িয়ল বিলে ময়ূরপঙ্খীপালেও নাওয়ে উঠে পরিদর্শনের সময় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দারিজওয়ানা হাসান বলেন, আড়িয়ল বিলের সীমানা চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে। বিস্তারিত কাজের তালিকাও প্রস্তুত করাহচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি দ্রæত সময়ে কিছু কাজ করতে। পদ্মা ও ধলেশ^রী নদীর সাথে বিলের সংযুক্ত খালের মুখ খুলে দেওয়াহবে। পলি পরে ভড়াট হয়ে থাকলে তা অপসারণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আড়িয়ল বিলের পুকুর গুলো ব্যক্তি বা সরকারী যাই হোকনা কেন তা ভড়াট করা যাবে না। তাছাড়া আরিয়ল বিলে কোন হাউসিং প্রকল্প হতে পারে না। তারা সাইবোর্ডে লিখে রেখেছে পরিবেশ মন্ত্রনালয়ের অনুমুতিপ্রাপ্ত,আসলে এই অনুমুতি দেয় পরিবেশ অধিদপ্তর। সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, পর্যটনের জন্য আড়িয়ল বিলকেতুলে ধরা হবে। তা হবে নিয়ন্ত্রিত ইকো ট্যুরিজম। আড়িয়ল বিলের মৎস সম্পদ রক্ষা করার জন্য এখানে অতিরিক্ত সার ওকীটনাশকের ব্যবহার কমাতে হবে। সরকারের শিল্প এবং গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা যেন স্বাভাবিক ভাবেই থাকে। ভূমি দস্যুদের আক্রমন ও অবৈধ ভাবে বালু ফেলে ভড়াট বন্ধ করতে হবে। আমরা এটা এখান থেকেই শুরু করে দিয়ে যেতে চাই। আমরা মাটি কাটা,বালু ভড়াট বন্ধে নির্দেশনা দিয়েছি। কিন্তু মূল জায়গাটা হচ্ছে ভূমি দস্যুদের।ভূমিদস্যুদের বিরুদ্ধে সরকার কোন সময় একলা কিছু করতে পারে না,জনগনকে সঙ্গে নিয়ে করতে হয়। আমাদের আগ্রহটা হচ্ছেআড়িয়ল বিলের জীব বৈচিত্র রক্ষা করতে জনগনকে সাথে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। ফ্যাসিবাদী সরকার আড়িয়ল বিলেরজীব বৈচিত্র নষ্ট করে এখানে বিমানবন্দর করতে চেয়েছিল। এখানকার জনগন তা প্রতিরোধ করেছে। আমরা সেই শক্তিকেইএখানকার জীব বৈচিত্র রক্ষার শক্তিতে রুপান্তর করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান,হাওর ও জেলা ভূমি অধিদপ্তরের মহাপরিচালক আক্তারুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদশামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তা বৃন্দ।