আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ড. ইউনুস 

  নিজস্ব প্রতিবেদক, রাজীব হোসেন শান্তঃ    বুধবার | সেপ্টেম্বর ১১, ২০২৪ | ০২:৩৬ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। ধারণা করা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি তাঁর ভাষণে উঠে আসবে। সম্প্রতি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে একটি মহল তৎপর রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, মাজার ভাঙ্গা, কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, সীমান্তে হত্যা এসব বিষয় তিনি তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন। বিপ্লবোত্তর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কুচক্রী মহল এখনও তৎপর, সে বিষয়ও তিনি তুলে ধরতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি দাওয়া নিয়েও বক্তব্য দিবেন বলে আশা করা যায়। সর্বোপরি তাঁর সরকারের করণীয় কি রয়েছে সে বিষয়টিও তিনি তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।