বিপ্লব কোন ডিনার পার্টি নয় -ফরহাদ মজহার

  অনলাইন ডেস্ক :   বুধবার | সেপ্টেম্বর ১৮, ২০২৪ | ০৩:২৭ পিএম

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং রোজ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হোসেন চৌধুরী হলে “দি ভয়েস অব টাইমস” এর উদ্যোগে ৩৬ জুলাই বাংলাদেশের ২য় স্বাধীনতা অর্জন ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে “গণঅভ্যুত্থান- ২৪ ঃ জনআকাঙ্খা ও বাস্তবতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দি ভয়েস অব টাইমস’র সভাপতি ও বিডিজনমত২৪ এর সম্পাদক ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ও দি ভয়েস অব টাইমস’র সাধারণ সম্পাদক ফয়েজ বিন আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার।

বক্তব্য রাখেন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অলি উল্লাহ নোমান, জামায়াত ইসলামী ঢাকা মহানগর নেতা শাহিন আহমেদ খান, লেখক ও গবেষক সারোয়ার তুষার, বিডিজনমত২৪ এর সহ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাংবাদিক শামসুদ্দিন হীরা, ছাত্রনেতা রেদওয়ানুর রহমান, শ্রমিক নেতা আব্দুল জব্বার, ডিইউজে’র সদস্য এ.এফ.এম ইউসুফ প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে ফরহাদ মজহার বলেন, বিপ্লব কোন ডিনার পার্টি নয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু’র কাছে ইজারা দেয়ার মাধ্যমে অভ্যুত্থানের মূল চেতনা বেহাত হয়ে গেছে। জনগণের আকাঙ্খা ছাত্র-জনতা, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করে নতুন সংবিধান প্রণয়ন ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, সেনাবাহিনীকে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা ২ মাসের বেশী দীর্ঘায়িত যেন না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। এছাড়াও মাঠ পর্যায়ে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যেন না হয় সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেন।

সভা শেষে কারানির্যাতিত সাংবাদিক অলিউল্লাহ নোমান ও ফরহাদ মজহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।