

গত ১ জুলাই ২০২২, রোজ শুক্রবার, সকাল ১০:০০টায় ক্যাফে ডি পারটেক্স-এ রোটারী ক্লাব অব লাইটহাউস ঢাকা'র ২০২২-২৩ সেশনের প্রথম ব্রেকফাস্ট মিটিং অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট সিয়াম আব্দুল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাব অ্যাডভাইজার এনায়েতুল করিম হেলাল।
ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এম কে পাশা খান, পাস্ট প্রেসিডেন্ট আবেদুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ইব্রাহিম বাহারি, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি জাহিদ আবেদীন, ট্রেজারার মোঃ শাহাদাত হোসেন, রোটারিয়ান জাহিদ হোসেন, রোটারিয়ান এডভোকেট আহমদ আল ইরফান, রোটারিয়ান সাইদুল ইসলাম, রোটারিয়ান আব্দুল্লাহ নাসের, রোটারিয়ান আবরার হামিম, রোটারিয়ান আব্দুল্লাহ বিটু, রোটারিয়ান কামাল হোসেন।
প্রেসিডেন্ট সিয়াম আব্দুল্লাহ'র উদ্বোধনী কথা, কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও রোটারি ইনভোকেশন পাঠের পর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট এমকে পাশা খান তার অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন; নতুন সেশনের উত্তরোত্তর সাফল্যে আমার সহযোগিতা ও সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরপর "বর্তমান বাজেট এবং আমাদের টেক্স ফ্যাসিলিটিস" শীর্ষক বিষয়ে আলোচনা করেন এডভোকেট আহমদ আল ইরফান।
অতঃপর পাস্ট প্রেসিডেন্ট বৃন্দের দিক নির্দেশনামূলক মতামত এবং ২০২২-২৩ সেশনের ক্লাব ডিউজ প্রথম কর্ম দিবসেই চেক মারফত প্রদান ও ফটোসেশনের মধ্য দিয়ে সভাপতি মিটিং সমাপ্ত ঘোষণা করেন।