করোনায় আরো ২ জনের মৃত্যু, বিধি নিষেধের নেই কোন তোয়াক্কা

  নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা  সোমবার | জুন ১৪, ২০২১ | ০৪:৫০ পিএম

নওগাঁর নিয়ামতপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় দুই সপ্তাহের বিশেষ বিধি নিষেধ আরোপ করলেও বিধি নিষেধের ১২ দিনেও সাধারণ মানুষের মাঝে তেমন কোন সচেতনতা  লক্ষ্য করা যাচ্ছে না। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের মোড় মোড়ে দেদার্ছে চলছে চা ষ্টল সাথে আড্ডা। উপজেলা সদরে ফুটপাতের মৌসুমী ফলের দোকানগুলো বন্ধ থাকার কথা থাকলেও সেগুলো পর্যন্ত বন্ধ নেই । সমস্ত দোকানপাট খোলা রয়েছে।  সাপ্তাহিক হাটগুলোতেও মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। ফলে উপজেলায় করোনা সংক্রমণের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে ভয়ে নমুনা দিতে অনিহা প্রকাশ করেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩ জুন থেকে নিয়ামতপুর উপজেলায় চলছে বিশেষ লকডাউন। বিশেষ লকডাউন শুরু থেকে ১৩ জুন পর্যন্ত  নতুন ৮১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ২১ দশমিক ৫৩ শতাংশ। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত উপজেলায় ৪শ ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৮১জন। গতকাল করোনায় আক্রান্ত উপজেলায় দু’জন রোগী মারা যান। ফলে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জন  এবং উপসর্গ নিয়ে মৃতের সংখ্যাও ৪ জনের। নতুন করোনা আক্রান্ত হয়ে মারা যায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের মোদাচ্ছের হোসেনর ছেলে গোলাম মোর্শেদ রুবেল (২৬)  এবং ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের মহসিনের ছেলে হবিবুর রহমান (৫৭)।