

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ২জন ও মেহেরপুরের একজন হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন, ৩৯৭ জন। তার মধ্যে করোনা পজেটিভ ১৫৭ জন।
অপরদিকে চতুর্থদিনের মত রাজশাহী নগরীতে চলছে কঠোর লকডাউন। অন্যান্য দিনের মতই লোজনদের অবাধ চলাচল বন্ধে মাঠে রয়েছে আইনশৃংখলা বাহিনী। তারপরও লোকজনের চলাচল থেমে নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত লোকজনের অবাধ চলাচল দেখা গেছে। নগরীর মধ্যে চলছে ছোট যানবাহন। তবে সকালের দিকে লকডাউন কিছুটা ঢিলেঢালা হলেও বিকেলে থেকে রাত পর্যন্ত কঠোর নজরদারি রাখা হয় শহরজুড়ে।
এ সর্বাত্বক লকডাউনে আমসহ কৃষিজাত পণ্য পরিবহন ও জরুরী সেবা পরিবহন ছাড়া দূরপাল্লার বাস, স্থানীয় গণপরিবহন ও রাজশাহী রেল স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।