হিলিতে বাড়ছে করোনা, একদিনে ১১ জন আক্রান্ত 

  হিলি সংবাদদাতা  সোমবার | জুন ১৪, ২০২১ | ০৫:৪১ পিএম

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) উপজেলায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি এবং ভারত থেকে দেশে ফেরত আসা যাত্রীদের কারণেই দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, মানুষের মধ্যে দিন দিন করোনার টেস্ট করার আগ্রহ কমে যাচ্ছে। মানুষ ভয়েই করোনার টেস্ট করছেন না।  করোনার টেস্ট সকলেই যদি করেন তবে হিলিতে করোনা রোগীর সংখ্যা আরো বাড়বে। গত ২৪ ঘন্টায় নতুন ১১ জনসহ এই উপজেলায় বর্তমানে মোট করোনা রোগী ৩৩ জন। 

হিলি বন্দর এলাকার স্থানীয় কয়েকজন ক্ষোপ প্রকাশ করে বলেন, বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি এবং সম্প্রতি সময়ে ভারত থেকে দেশে ফেরত আসা যাত্রীদের কারণেই হিলিতে দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। কারণ ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এরমধ্যেই ভারত থেকে আসা ট্রাক ড্রাইভার ও হেলপার বাংলাদেশে প্রবেশ করার কারণে হিলির অবস্থা অবনতির দিকে। তবে এখনি যদি প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয় তবে ভারতের থেকেও কঠিন আকার ধারণ করতে পারে। 

হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে আমদানি রপ্তানির উপর কঠোর পদক্ষেপ নিয়েছি। ভারত থেকে আসা ট্রাক ড্রাইভার এবং হেলপারদের করোনা টেস্টের সনদ নিয়ে প্রবেশ করার কথা বলা হলেও তারা মানেনি। তাদের দেশে করোনার টিকার সংকট এমন অযুহাতে আমদানি চালু রেখেছে। এতে হিলি করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমদানি রপ্তানি বন্ধ করা প্রয়োজন বলেও জানান তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরত আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন নিশ্চিত করছি। এছাড়া স্হানীয় যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে চিহ্নিত করা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার পরামর্শসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিধি মানা ও মাস্ক পড়া নিশ্চিত করতে আবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।