

গত কয়েকদিন শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও দেশজুড়ে আবারো বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য কোনো এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন তিনি।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি স্থানীয়ভাবে ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয়ভাবে সবাই মিলে সেটা করতে।
করোনাভাইরাসের টিকার বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকা নিয়ে আলোচনা চলছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।