সংক্রমণ এড়াতে জেল-জরিমানার পরিবর্তে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

  পাইকগাছা (খুলনা) সংবাদদাতা  মঙ্গলবার | জুন ১৫, ২০২১ | ০৪:৩৮ পিএম

চলমান ভয়াবহ করোনা পরিস্থিতে সংক্রমণ এড়াতে বিধিনিষেধ কার্যকর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাইকগাছা উপজেলা প্রশাসন। কঠোর বিধিনিষেধ চলাকালে উপজেলা নিবৃাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কাউকে জেল কিংবা জরিমানা নয়, মাস্ক’র ব্যবহার নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি না মানলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছেন। আর এ থেকে ভাল ফলাফলও পাওয়া যাচ্ছে।

চলতে পথে মাস্ক ব্যবহার করছেননা এমন ২১ ব্যক্তির নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ পজেটিভ। যাদেরকে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের এ নির্বাহী কর্মকর্তা পৌর এলাকায় আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি জেল জরিমানার পরিবর্তে করোনা টেস্ট বাধ্যতাম‚লক করেন। বিষয়টি ইতোমধ্যে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নির্বাহী কর্মকর্তার এমন সিদ্ধান্তে তাকে রীতিমত সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন, পাইকগাছা থানার ওসি (অপারেশন) স্বপন রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মুখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।