

বন্ধ করে দেওয়া হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিট। এর পরিবর্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০০টি শয্যা বাড়ানো হচ্ছে।
রোববার সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় সদর হাসপাতালে প্রস্তুতি ছাড়াই করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সংক্রমণের নতুন শংকা তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
সভায় সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যে ধারণ ক্ষমতা আছে তার সাথে আরও এক’শ বেড সংযোজন করা হবে। এরপরও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সদর হাসপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের সুস্থ করে ছাড়পত্র দেয়া পর্যন্ত উক্ত ওয়ার্ড চালু থাকবে। বর্তমানে চিকিৎসাধীন রোগীরা চলে গেলে সদর হাসপাতালে শুধুমাত্র সাধারণ রোগীরাই চিকিৎসা গ্রহণ করবে।
তিনি বলেন, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ১৫০টি বেড রয়েছে।
উল্লেখ্য, অতিরিক্ত রোগীর চাপে এবং মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি না নেওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে গত সপ্তাহ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হয়। এরফলে পুরোপুরি প্রস্তুতি না থাকায় চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনরা বাইরে আসায় এবং হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ঘুরে বেড়ানোর কারণে অতিরিক্ত করোনা সংক্রমণের আশংকা দেখা দেয়।