

সিরাজগঞ্জের সলঙ্গা ও শেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইনসহ ১টি ট্রাক জব্দ, নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামীসহ আটক ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর অভিযানিক দল। ৬ তারিখ বিকেল গোপন সাংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থেকে ১৬৯ (একশত উনসত্তর) বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক সহ ২ ও সিরাজগঞ্জ সদর থানার মিরপুর উত্তরপাড়া গ্রাম থেকে ১ (এক) গ্রাম হেরোইনসহ মোঃ আলতাফ হোসেন নামের এক ১ মাদক ব্যবসায়ীকে আটক ও সলঙ্গা থানার রশিদপুর উত্তর পাড়া গ্রামেন অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার এজহার ভুক্ত আসামী মোঃ সাইদুল ইসলামসহ (৩০) মোট ৫ আসামিকে আটক করে ।
পরে আটক আসামিদের উদ্ধার কৃত আলামতসহ স্ব-স্ব থানায় মামলা করে হস্থান্তর করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চত করেছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।