বালাগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  বালাগঞ্জ, সিলেট সংবাদদাতা  বৃহস্পতিবার | জুন ১০, ২০২১ | ১২:৪৪ এএম

সিলেটের বালাগঞ্জে বৃদ্ধের বাড়ির পাশে বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ওই বৃদ্ধ বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুড় ইউনিয়নের রুপাপুর গ্রামের মৃত ইকরাম উল্লার ছেলে শফিক মিয়া (৭০)।

বালাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৯ জুন) আনুমানিক সকাল ১০টায় বাড়ির পাশে হিন্দু ধর্মাবলম্বীদের শ্বশানের নিকটস্থ একটি বটগাছের সাথে ফাঁস লেগে আত্মহত্যা করেছেন শফিক মিয়া।

বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ভিকটিম শফিক মিয়া দীর্ঘদিন যাবত টি.বি সহ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রোগ-শোকের বিরক্তি থেকে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভিকটিমের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।