

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আর্থুক সহায়তার চেক প্রদান করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ হতে নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য,গত ৩ জুন বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামের আসাদুল ইসলাম মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাত সৃষ্ট হলে সেখানেই তার মৃত্যু হয়। অপরদিকে গত ৫ জুন উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাত সৃষ্ট হলে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ নিহত শহিদুল ইসলামের স্ত্রী ও নিহত আসাদুল ইসলামের বাবার হাতে নগদ আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা তরিকুল ইসলাম প্রমুখ।