আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

  পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা  শনিবার | জুন ১২, ২০২১ | ০১:১৬ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে গাছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার (১১ই জুন ) বিকেল ৩ টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী সরদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ওই গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর শহিদুল ইসলাম বাড়ীর পাশে গাছে উঠে লম্বা কাঁচা বাশ দিয়ে আম পাড়তে থাকে। এ সময় অসাবধানতাবশত কাঁচা বাঁশটি আম গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে পড়ে গেলে গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যায়। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবে।