

জয়পুরহাটের আক্কেলপুর সরকারি এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব দেওয়ান মোঃ কোরবান আলী আজ শুক্রবার ভোরে আক্কেলপুরস্থ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি শিক্ষকতার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় অনেক অবদান রেখেছেন। তার মৃত্যুতে আক্কেলপুর বাসী শোকাহত। আজ বাদ আছর আক্কেলপুর মজিবুর রহমান কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আক্কেলপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিগণ তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।