

কিশোরগঞ্জের ভৈরবে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বাবু (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার মানিকদী পুরানগাও এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বাবু পুরানগাও মহল্লার কালা মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, সকাল ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন অর্তকিত হামলা চালায়। ফলে নিহত বাবুসহ এ হামলায় অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় বাবুকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানায়, গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও এলাকার ঝুরুর বাড়ির কালা মিয়ার লোকজনের সঙ্গে একই বংশের মজনু মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি সমাধান করতে এলাকায় একাধিক সালিশ বৈঠকও হয়েছে। এই ঘটনার জের ধরে আজ সকালে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় বাবু টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত। পরে তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর মারা যায়।
নিহতের বাবা কালা মিয়ার অভিযোগ, একই বংশের নিজেদের লোকজনের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। কিন্তু বিষয়টি মীমাংসা না করে প্রতিপক্ষ মজনু মিয়ার পক্ষে অবস্থান নেয় স্থানীয় মেম্বার (৬নং ওয়ার্ডের ইউপি সদস্য) গোলাবর হোসেন। ফলে মেম্বারের লোকজনের সহযোগিতা নিয়ে প্রতিপক্ষের লোকজন আগেও দুই বার হামলা করেছে। বাড়ি-ঘর ভাঙচুর করেছে। তিনি আরও জানান, আজ সকালেও ঘুম থেকে উঠার আগেই অর্তকিত হামলা করে তারা। ফলে তার ছেলে বাবুসহ অন্তত ১০ জন আহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বাবুকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এদিকে নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনরা প্রতিপক্ষের কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে।
অভিযোগ প্রসঙ্গে জানতে স্থানীয় মেম্বার (৬নং ওয়ার্ডের ইউপি সদস্য) গোলাবর হোসেনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বাবু নামে এক যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন মুঠোফোনে জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।