অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মুক্তাগাছায় ৭ সিএনজি চালকের কারাদন্ড

  ময়মনসিংহ সংবাদদাতা  সোমবার | জুন ১৪, ২০২১ | ১০:৫৯ পিএম

সড়ক পরিবহন আইনে ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জন সিএনজি অটোরিকশা চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মুক্তাগাছা মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেওয়া হয়। 

এসিল্যান্ড মাসুদ রানা জানান, সিএনজিতে অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণে মুক্তাগাছা উপজেলায় ঘনঘন রোড এক্সিডেন্ট হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য যাত্রীসংখ্যা পূর্বে ছিল ০৫ জন। চালকের দুপাশে দুজন বসতেন এতে চালক অল্প জায়গা পেতেন বসতে ও সিএনজি চালানোর জন্য, অত্যন্ত সংকুচিত হয়ে বসতে হত চালককে। এতে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী হয়রানিও বেড়েই চলছে।

তিনি আরও জানান সাধারণ জনগণের এ উদ্বেগটি উপজেলা প্রশাসন অত্যন্ত গুরত্ব সহকারে দেখছে।

এ সমস্যা সমাধানের জন্য সিএনজিতে যাত্রী সংখ্যা ৪ জন করে বহন করার নির্দেশনা দেওয়া হলেও চালকরা তা না মেনে ০৫ জনই নিচ্ছেন এমনকি ০৬/০৭ জন নিচ্ছেন।

সোমবার(১৪ জুন) সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীন মুক্তাগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ০৭ জন সিএনজি চালককে আটক করা হয় যারা ০৫/০৬ জন করে যাত্রী নিয়েছিলেন। তারা সকলেই জানতেন ০৫ জন করে যাত্রী নেয়া নিষিদ্ধ।

অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে সাতজন আসামীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে জেলে প্রেরন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ ও অন্যান্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি আইন প্রয়োগের পাশাপাশি সাধারন জনগনের মাঝে সচেতনতা তৈরি করতে সকলের  সহযোগিতা প্রত্যাশা করেন।