

শেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১৪ জুন) বিকেলে শহরের সজবরখিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন শহরের মুন্সিবাজার এলাকার মৃত করিম মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম মিয়া (৪০) ও পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়া গ্রামের মো. আবুল কালাম (৩০)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শহরের সজবরখিলা এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে । এইসময় তাদের কাছ থেকে নগদ ৩শ টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল ও দুটি সিমসহ মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার জানান, ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।