

মাদারীপুরের শিবচরে মাঠ পর্যায়ের প্রতি মুহুর্তের খবরা খবর মুহুর্তেই প্রশাসনের কাছে পৌছে দিতে ১৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা চত্বরে নূর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন।
বাইসাইকেল পেয়ে কাজের গতি বাড়বে গ্রাম পুলিশদের কয়েক গুণ। সমাজের তৃণমূল থেকে যে কোন অপরাধ সংঘঠিত হবার আগেই গ্রাম পুলিশের তথ্য মতে মুহুর্তেই প্রশাসন তা প্রতিরোধ করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন বক্তারা। সম্মানের সাথে এমন একটি বাইসাইকেল উপহার পেয়ে বেশ খুশি গ্রাম পুলিশরা।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘একটি বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশরা নিজ এলাকার যে কোন অপরাধের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করতে পারবে। সেই সাথে আমরা আগামীতে তাঁদের স্মার্ট মোবাইল ফোন দিবো । যাতে করে মোবাইল ফোনের মাধ্যমে তাঁরা চিত্র সহ কারে প্রশাসনকে তথ্য দিতে পারে। মাঠ পর্যায়ে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং সহ সামাজিক অসঙ্গতি প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম।