

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে একজন ও আজ দুপুরে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন,আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম আমুট্ট গ্রামের বিপ্লব হোসেন (৩০) এবং মাঝ গ্রামের হাফিজার প্রামানিক (৩৫)। আজ মঙ্গলবার পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত সোমবার রাতে মাদক ব্যবসায়ী হাফিজার প্রামানিক ও আজ মঙ্গলবার দুপুরে বিপ্লব হোসেনকে হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।