

পটুয়াখালীর দুমকি উপজেলার লূথার্যান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক পিউস ছেড়াও তার দোসরদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালের সামনের সড়কে বেলা ১১টায় হাসপাতালের অর্ধশত কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী আফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের সেবিকা যুথিকা মন্ডল, নমিতা রানি শীল, হাসপাতালের স্কুল শিক্ষিকা শাহানাজ আক্তার মিতু, লন্ডিকারক জলিল সিকদার ও স্বপন খান।
বক্তার বলেন, পিউস ছেড়াও আসার আগে হাসপাতালটি ভালোই চলছিলো। নির্বাহী পরিচালক পিউস ছেড়াও আসার পর হাসপাতালটি দুর্নীতিতে ভরে গেছে। বিভিন্ন সময়ে হাসপাতালের মহিলা কর্মচারিদের কুপ্রস্তাব দিয়ে আসছে তিনি। বিভিন্ন সময়ে হাপাতালের চিকিৎসা সামগ্রী ও অর্থ আত্মসাতের করেন । তার কথা না শুনলে তাদের চাকুরিচ্যুত করার ভয় দেখানো হয়। এনজিও বিষয়ক ব্যুরোর ২০১২ সালের ১১ সেপ্টেম্বরের কার্যক্রম পরিদর্শন ও তদন্ত প্রতিবেদনের বাস্তবায়ন ও নির্বাহী পরিচালকের অপসারনের দাবী জানান হাসপাতালের কর্মরত কর্মকর্ত- কর্মচারীবৃন্দ।