পাইকগাছায় দু’টি বাল্য বিয়ে বন্ধ, বর-কনে পক্ষকে অর্থদন্ড

  পাইকগাছা (খুলনা) সংবাদদাতা  মঙ্গলবার | জুন ১৫, ২০২১ | ০৭:৫২ পিএম

পাইকগাছার লস্কর ও গদাইপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৃথক দু’টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় প্রথম ঘটনায় কনে পক্ষকে দু’ হাজার ও দ্বিতীয় ঘটনায় উভয় পক্ষকে ৫ শ’ করে এক হাজারসহ সর্বোমোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্র জানায়, উপজেলার রহিমপুরের নরিম মোড়লের ছেলে রমজান মোড়লের (২৪) এর সাথে বিয়ের প্রস্তুতি চলছিল গদাইপুর ইউনিয়নে গোপালপুর গ্রামের আমিনুর রহমান গাজীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ের।

এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে সোমবার (১৪ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ ও মেয়ের বাবা কে দু’ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের গোলাম সরোয়ারের মেয়ের সাথে গজালিয়ার মোস্তফা শেখের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে বিয়ে বন্ধের পাশাপাশি ছেলে ও মেয়ের পিতাকে ৫শ’ করে এক হাজার টাকাসহ সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।