

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সোহাগপুর গ্রামে গণহত্যায় নিহতদের স্বরণে শহিদ স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান, ডিএম সাদিক আর শাফিন, মিজানুর রহমান, সঞ্চিতা বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান ও ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল প্রমুখ।
জানা গেছে, ১৯৭১ সালের ২৫ জুলাই উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের বেনুপাড়া এলাকায় পাকবাহিনী নারকীয় হত্যাকান্ড চালিয়ে ১৮৭ জন নিরীহ পুরুষ গ্রামবাসিকে হত্যা করে। এসময় ১৪ জন নারীকে গণধর্ষণ করা হয়। এরপর থেকে ওই পাড়া বিধবাপল্লী হিসেবে পরিচিতি লাভ করে। মুক্তিযুদ্ধের পর ৫৬ জন বিধবা বেঁেচ ছিলেন। বর্তমানে ২৩ জন বিধবা বেঁচে আছেন। স্বাধীনতা পরবর্তী দীর্ঘদিন সেই বিধবারা খেয়ে না খেয়ে জীবন যাপন করেন। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই ১৪ জন নারীকে বিরঙ্গনার স্বীকৃতি দিয়েছেন। সেইসাথে প্রত্যেকের জন্য একটি করে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। এছাড়াও বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিজনকে বছরে ৪ হাজার ৮শ টাকা ও ট্রাষ্ট ব্যাংক থেকে প্রতিমাসে ২ হাজার টাকা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে প্রতিমাসে ৫শ করে টাকা দেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান হওয়ায় ওই এলাকাবাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদ স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জেলা প্রশাসক বিধবাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, শাড়ী ও নগদ ১ হাজার টাকা করে দেন।