লোহাগড়ায় কিশোরী গণধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার-৩

  নড়াইল সংবাদদাতা   বুধবার | জুন ১৬, ২০২১ | ০৪:১৩ পিএম

নড়াইলের লোহাগড়ায় ১৪ বছর বষয়ী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। লোহাগড়া থানায় মামলাটি করেন কিশোরীর বাবা। মেয়েটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। তাঁর বাড়ি লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামে।

এ ঘটনায় লোহাগড়া থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতরাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের অন্তর শেখ (২১) ও রঘুনাথপুর গ্রামের তুষার শেখ (২০) এবং নোয়াগ্রাম ইউনিয়নের মাধবহাটি গ্রামের লিকু ফকির (২৪)। মামলার অন্য আসামিরা হলেন লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের জামিরুল শেখ (১৯) এবং সরুশুনা গ্রামের মিশাম শেখ ও আশরাফুল শেখ।  

পুলিশ জানায়, অন্তর শেখের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ জুন রাত আটটার দিকে অন্তর শেখ মেয়েটিকে ফোন করে ডেকে নেন। তাঁরা তুষারের ইজিবাইকে করে ভদ্রডাঙ্গাবাতাসি গ্রামের জোড়াব্রিজের পাশে যান। সেখানে রাস্তার পাশে পাটখেতে রাত সাড়ে নয়টারটার মধ্যে অন্তর, লিকু ও জামিরুল পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে সরুশুনা গ্রামে অন্তরের এক আত্মীয়র বাড়িতে মেয়েটিকে রেখে আসেন। ঘটনার পর সরুশুনা গ্রামের মিশাম শেখ ও আশরাফুল শেখ থানায় মামলা না করতে এবং বিষয়টি মীমাংসার জন্য চাপ দেন। 

লোহাগড়া থানার পরিদর্শক হরিদাস রায় বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।