

জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। স্বাস্থ্য সচেতনতা ও সরকারি বিধিনিষেধ পালনে উদাসীনতা মানুষের মাঝে বিরাজমান। বিভিন্ন পরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী নিয়ে চলাচল করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ব্যাটারিচালিত ভ্যানচালকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জড়ো করেছিল। এরপর তাদের সবাইকে অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়েছে।
আক্কেলপুর পৌর শহরে প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যানচালকদের করোনার অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষার সংখ্যা বেড়ে ৯৪ হয়েছে। তাদের মধ্যে ১১ জনের পজিটিভ ফল এসেছে। অ্যান্টিজেন পরীক্ষার মধ্যে বেশির ভাগই ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে ও থানা-পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পরীক্ষা কয়েক গুণ বেড়েছে। যত বেশি পরীক্ষা হবে, তত বেশি শনাক্ত হবে। এতে করোনা সংক্রমিত ব্যক্তিকে দ্রæত আলাদা করা যাচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ইউএনওর নির্দেশে পুলিশ ব্যাটারিচালিত ভ্যানচালকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জড়ো করা হয়েছিল। এরপর তাদের সবাইকে অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, জেলার দুটি উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে দুটি পৌরসভায় বিধিনিষেধ চলমান। ব্যাটারিচালিত ভ্যানচালকেরা যেখানে-সেখানে চলাচল করছেন। তাই ব্যাটারিচালিত ভ্যানচালকদের অ্যান্টিজেন পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় গণপরিবহনের সঙ্গে যুক্ত সবার অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। আজকে বেশি পরীক্ষা হওয়ায় শনাক্তের সংখ্যা বেড়েছে। যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এতে সংক্রমণের হার দ্রত কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।