

নওগাঁর নিয়ামতপুরে ১৪ দিনের বিশেষ বিধিনিষেধ শেষে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে বুধবার ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ বৃদ্ধি করেছে স্থানীয় প্রশাসন । আজ বুধবার দুপুরে চলমান বিশেষ বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়। জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ স্থিতিশীল হওয়ায় আগামীকাল থেকে আগামী ২৩ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরই প্রেক্ষিতি নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকান, মার্কেট সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।ওষুধের দোকান সার্বক্ষনিক খোলা রাখা যাবে । হোটেল রেস্তোরা বন্ধ থাকবে, তবে মিষ্টির দোকানে পার্সেল আকারে বিক্রি করা যাবে।সকল প্রকার দায়ের দোকান বন্ধ থাকবে । সকল প্রকার সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যে ৬টা পর্যন্ত ক্রয় বিক্রয় করতে পারবে।সকল প্রকার এনজিও কার্যক্রম বন্ধ থাকবে। অতি জরুরি ছাড়া সন্ধ্যে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ীর বাইরে আসা যাবে না। সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন কোন অনুষ্ঠান করা যাবে না। মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্য বিধি পালনে ব্যত্যয় ব্যক্তিকে রাস্তায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।কোন বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে উক্ত বাড়ি পুরোপুরি লকডাউন করতে হবে এবং ওই বাড়ির সকল সদস্য লকডাউনে থাকবে। সে ক্ষেত্রে এ ধরণের বাড়ি লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে। একই পাড়া-মহল্লায় একাধিক বাড়িতে সংক্রমন চিহ্নিত হলে উক্ত পাড়া-মহল্লা লকডাউনে থাকবে।