উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

  বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা   বুধবার | জুন ১৬, ২০২১ | ০৬:১০ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের ঘোষিত নতুন আংশিক কমিটির নেতৃত্বে উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ বুধবার (১৬ জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মাজার জিয়ারত করেছেন।

বুধবার বেলা ১২টায় তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। এর আগে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতূজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স, পৌর শাখার সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পী, মো. সিফাত হোসেন প্রমুখ।