

ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও ময়মনসিংহের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন কোতুয়ালী মডেল থানা পুলিশ। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বাধীন থানা পুলিশ। থানায় কর্মরত প্রতিটি পুলিশ সদস্যই দক্ষ ও সাহসী। তারা নিজের জীবন বাজী রেখে কোতুয়ালী মডেল থানা এলাকার মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, সন্ত্রাসসহ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার স্থান দখল করে নিয়েছেন। অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১৬ই জুন সকাল থেকে থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭
মাদক ব্যবসায়ী,১জন চুরি ও নিয়মিত মামলায়-১ জন মোট ৯জন অপরাধীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৩০ পুটলা হেরোইন,ও ৭৫গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে কোতুয়ালী মডেল থানার ওসি অপারেশন ওয়াজেদ আলী জানান-নগরীসহ কোতুয়ালী মডেল থানাধীন সকল এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি
অভিযানকে সফল করতে থানা এলাকার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি বলেন, দেশের সকল ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশ অনন্য ভূমিকা পালন করেছে। করোনা মহামারীকালে বাংলাদেশ পুলিশের আত্মত্যাগ ও অনবদ্য অবদান রয়েছে করোনাকালে দায়িত্বের বাইরে গিয়েও জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে পুলিশ। এজন্য পুলিশ পেয়েছে সাধারণ মানুষের অকুন্ঠ সমর্থন, ভুয়সী প্রশংসা। মানুষ পুলিশকে সম্মান করেছেন, ভালোবেসেছেন জানিয়ে তিনি বলেন-অর্জিত সেই সুনাম ধরে রেখে জনগণের পুলিশ হিসাবে পরিচিত পেতেই কাজ করছে কোতুয়ালী মডেল থানা পুলিশ।