লেখক রাজীব হোসেন শান্ত'র 'গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা'

  সাহিত্য প্রতিবেদন :  সোমবার | জুলাই ৩১, ২০২৩ | ০১:৫৮ পিএম

'গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা' একটি রাজনৈতিক নিবন্ধ। এই নিবন্ধটি ২০১৪ সালের ৫ জানুয়ারী একতরফা নির্বাচনের পর রচিত হয়। লেখক রাজীব হোসেন শান্ত শাসকগোষ্ঠীর বিভিন্ন সময়ের দুঃশাসনের চিত্র বইটিতে তুলে ধরেছেন। পিলখানা ট্র্যাজেডি, লাগামহীন দুর্নীতি, অশ্রদ্ধার রাজনীতি, জাতি বিভাজনের রাজনীতি, শিক্ষিত বেকার সমস্যা, অর্থনৈতিক বৈষম্য, নির্বাচনের নামে নানাবিধ হীন চক্রান্তসহ আরো গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে বইটিতে। স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় এমন একটি রূপরেখা লেখক বইটিতে তুলে ধরেছেন। বইটি প্রথম প্রকাশিত হয় নভেম্বর ২০১৪ সালে। ২০১৪ সাল থেকে এখনও একই শাসন বিদ্যমান, সেই নিরিখে ২০২৩ সালে বইটির দ্বিতীয় মুদ্রন হয়। যখনই বাংলাদেশে অগণতান্ত্রিক শাসন মাথাচাড়া দিয়ে উঠবে তখনই এ বইটি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে গুরুত্ব বহন করবে। বর্তমান সময়ের জন্য এটি একটি চ্যালেঞ্জিং বই।