

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ও মহসচিব আবদুল আউয়াল মামুন এক বিবৃতে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি’র সদস্য মীর্জা আব্বাস সহ সকল রাজবন্দিদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক দফার নিয়মতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করতে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে। দেশ আজ এক চরম সংকটকাল অতিক্রম করছে। এক দফা দাবী বাস্তবায়ন না করে যুগপৎ আন্দোলনের শরীক দল ও এর নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। অবিলম্বে রাজধানীসহ সারা দেশে দমন নিরীড়ন ও হয়রানী বন্ধ করতে হবে। দেশের মানুষ আজ বিজয়ের দ্বারপ্রান্তে। আইন শৃংখলা বাহিনীকে লেলিয়ে দিয়ে কখনো কোন যৌক্তিক আন্দোলন দমানো যায়নি। ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে হবে। পরিশেষে বিএনপি মহাসচিব সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী দাবি জানানো হয় বিবৃতিতে।