ছবিঃ সংগৃহীত

আগস্ট বিপ্লবের মাস আগস্ট জনগণের মুক্তির মাস: ভিপি নূর

  নিজস্ব প্রতিবেদক : রাজীব হোসেন শান্ত  মঙ্গলবার | আগস্ট ১৩, ২০২৪ | ০২:১২ পিএম

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেন, আগস্ট বিপ্লবের মাস আগস্ট জনগণের মুক্তির মাস। ১৫ আগস্ট সকল ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে বর্তমান সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি। স্বৈরাচাররা এদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিকট ১৫ আগস্টের কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। জাতীয় শোক দিবস পালিত হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নিকট জানতে চাইলে তিনি বলেন, ১৫ আগস্ট সার্বজনীন , এ দিনের বিষয় ভিন্ন। ১৫ আগস্ট একটি শোকাবহ দিন। তবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বক্তব্য থেকে বিরত থাকতে বলেছেন।