ছবিঃ সংগৃহীত

আপনাদেরও গদি ছাড়া করতে সময় লাগবে না: হাসনাত আব্দুল্লাহ্

  নিজস্ব প্রতিবেদক : রাজীব হোসেন শান্ত  মঙ্গলবার | আগস্ট ১৩, ২০২৪ | ০৩:০৬ পিএম

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের দাবীতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলের পূর্বে রাজু ভাস্কর্যের সামনে বক্তৃতা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা।  তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আন্দোলন করে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তিনি আরো বলেন, এই সরকারের কেউ যদি খুনি হাসিনার দলকে পুনর্বাসন করতে চায় আমরা আপনাদের বলে রাখি ফ্যাসিজমের মতো আপনাদেরও গদি ছাড়া করতে আমাদের সময় লাগবে না। আমরাই আপনাদের বসিয়েছি। এই দেশে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় আমরা ছাত্রসমাজ তা রুখে দিব। এই দেশে খুনিরা রাজনীতি করতে পারবে না। রক্তের দাগ এখনও শুকায়নি। বাতাসে রক্তের গন্ধ ভাসছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। সমন্বয়ক সারজিস আলম বলেন, বিচারপতির ষড়যন্ত্র রুখে দিয়েছি। প্রশাসনের মধ্যেও ষড়যন্ত্র হতে চেয়েছিল তাও রুখে দিয়েছি। খুনি হাসিনার দোসররাও যতই ষড়যন্ত্র করুক আমরা তা রুখে দিব।