ছবি: সংগৃহীত

আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

  রাজীব হোসেন শান্তঃ    বুধবার | আগস্ট ১৪, ২০২৪ | ০২:৪৬ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা গা ঢাকা দেন। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

গতকাল তারা দুজন গোপনে ঢাকার সদরঘাট দিয়ে পালাতে চেয়েছিল। জনগণের চোখ ফাঁকি দিয়ে তাদের পালানো সম্ভব হয়নি। উপস্থিত জনতা বলেছেন, তারা দু'জন খুবই সাধারণভাবে চলাফেরা করছিল যাতে কেউ শনাক্ত করতে না পারে এবং সালমান এফ রহমান মুখের দাড়ি কামিয়েও নিজেকে রক্ষা করতে পারেনি। বিক্ষুব্ধ জনতা আরো বলেছেন, সুরত পাল্টালেও অপরাধীরা কোনোদিন পাড় পাবে না। এখন তারা দু'জন ডিবি হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।