গায়েবানা জানাজা পড়ার লোক পাওয়া যাবে না : সারজিস আলম

  রাজীব হোসেন শান্তঃ   বৃহস্পতিবার | আগস্ট ১৫, ২০২৪ | ১২:০০ এএম

ছাত্রদের বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে নানা রকম ষড়যন্ত্র করছে। বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তার নির্দেশে আওয়ামী লীগ বাংলাদেশে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের গায়েবানা জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। আমরা আন্দোলন করে স্বৈরাচারকে এদেশ থেকে উৎখাত করেছি। ভারতে বসে এখন ওঁৎ পেতে রয়েছে। খুনির দলের কেউ আর মাঠে নামতে পারবে না। ১৫ আগস্ট ঘিরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে ছাত্রসমাজ কঠোরভাবে দমন করবে। তিনি বলেন যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে পর্যন্ত আমরা মাঠে থাকব। এদেশে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যেন আর কোনদিন তাণ্ডব চালাতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন।